|
Date: 2025-02-20 19:40:00 |
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) প্রকাশ করেছে ‘সত্যের কলমে একুশের প্রতিচ্ছবি’ শীর্ষক দেয়ালিকা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে দেয়ালিকার উন্মোচন করেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী ও ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি বলেন, “দেশ বিভাগের আগেও রাজশাহী কলেজ ‘নেক্সট প্রেসিডেন্সি কলেজ’ হিসেবে পরিচিত ছিল। এখানকার শিক্ষার্থীরা সবসময়ই মেধাবী ছিল এবং এখনো সেই ধারা অব্যাহত রয়েছে। এই কলেজের দেয়ালিকা কখনো খারাপ হতে পারে না। ভালো শিক্ষার্থীরা অবশ্যই ভালো কিছু করবে।”
তিনি আরও বলেন, “এই দেয়ালিকা ভাষা আন্দোলনের চেতনা ও বীর শহিদদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়ের সঙ্গে তাদের সংযুক্ত করবে। দেয়ালিকার প্রতিটি লেখা, চিত্র ও তথ্য নতুন প্রজন্মকে ভাষার প্রতি ভালোবাসা ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করবে।”
ইউনিটির সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, আরসিআরইউ’র উপদেষ্টা ড. মো. সৈয়দ আলী আহসান, আজমত আলী, মোস্তাফিজুর রহমান এবং মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটির সাবেক সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024