|
Date: 2022-12-07 04:49:12 |
শেখ মনির জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে শীতবস্ত্র ও খারার বিতরন
জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে এতিম ও অসহায়দের মাঝে শীতবস্ত্র ও খারার বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে নান্দাইল উপজেলা যুবলীগের উদ্যোগে নান্দাইল নতুন বাজার জেলা পরিষদ ডাকবাংলোর সামনে ৩০০ এতিম ও অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও ৫ শত প্যাকেট খারার বিতরন করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোজাম্মেল হক বাচ্চুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে কম্বল ও খারার বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু,পৌরমেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া,পৌর যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক পিন্টুসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মো.হাসান মাহমুদ জুয়েল বলেন, বলেনযুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি ছিলেন একাধারে লেখক, সাংবাদিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি আজ বেঁচে থাকলে আজ দেশের মানুষের উপকার হতো।স্বাধীনতা বিরোধীরা তাঁকে হত্যার মধ্য দিয়ে দেশের অপূরণীয় ক্ষতি করেছে।
যুবলীগের সভাপতি মো.সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার বলেন,বর্তমান যুবলীগের অন্যতম লক্ষ্য রাষ্ট্রের মানবিক ধারাকে গতিশীল করতে নেতৃত্ব দেওয়া এবং ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে মানুষের সুখে-দুঃখে সহমর্মী হওয়া। এ লক্ষ্যে যুবলীগ এরই মধ্যে অনেক মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে ‘মানবিক যুবলীগ’-এ পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে আমরা তৃণমূল নেতাকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
© Deshchitro 2024