|
Date: 2025-02-21 00:27:08 |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চেতনায় একুশ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ অনুষ্ঠানের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ।
অনুষ্ঠানে নৃত্য, দেশত্মাবোধক গান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। এ ছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাংলা ভাষার উপর আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। জানা যায়, গত এক দশক ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে এই অনুষ্ঠানটি করে থাকে সংগঠনটি। প্রতিবছরের ন্যায় এবছরও জাকজমক আয়োজন করেছে তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের সভাপতি আতিক মেসবাহ লগ্ন বলেন, ভাষা হচ্ছে একটি শইল্প। এই শিল্পকে ধারণ করা বাঙালি হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।আমারা ভাষায় চর্চা করতে চাই। ভাষা আমাদের পরিচয়।
অনুষ্ঠানে ইসলামিক ইস্টাডিজ বিভাগের অধ্যাপক ও জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. রইছ উদ্দীন বলেন, আমাদের ভাষাকে কেড়ে নিতে চেয়েছিলো পাকিস্তান হানাদার বাহিনী কিন্তু আমাদের ছাত্ররা প্রাণের বিনিময়ে তাদের রুখে ভাষার অধিকার অর্জন করেছে। ভাষা শহীদ রফিক জগন্নাথের জন্য গর্বের। তার নামে আমাদের একটি ভবন আছে। আমরা চাই, সম্ভব হলে তার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার একটি পূর্ণাঙ্গ স্থাপনা তৈরি করা হোক
© Deshchitro 2024