|
Date: 2025-02-21 00:33:52 |
বসন্তের শুরুতেই অনুষ্ঠিত হয়েছে সরকারি তিতুমীর কলেজের সাংবাদিক সমিতির বসন্তের বৈঠক ।
বৃহস্পতিবার ২০ ফ্রেব্রুয়ারী সন্ধা ৬ টায় তিতুমীর কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সাংবাদিক সমিতির আয়োজনে তিতুমীরিয়ানদের জমজমাট আড্ডা ও বসন্ত বৈঠক উৎসব ।
সাংবাদিক সমিতির এই বৈঠকে অংশগ্রহণ করেন কলেজের কয়েকজন শিক্ষকবৃন্দ। এছাড়া সমিতির প্রাক্তন বিভিন্ন মিডিয়া টিভি চ্যানেল ও পত্রিকায় কর্মে নিযুক্ত ব্যক্তিবর্গগণ ও সমিতির বর্তমান সদস্যবৃন্দ ।
সমিতির সেমিনারের গৌরব ও ঐতিহ্যের কথা বলতে গিয়ে সমিতির প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদক সেমিনার ক্লাসের পাশাপাশি বর্তমান সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে পেশ করেন এবং প্রশংসায় মাতিয়ে তোলেন উক্ত বৈঠক উৎসব।
সমিতির অবদান কৃতিত্বের কথা বলতে কয়জন সাংবাদিক বলেন, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির থেকে 'তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির গঠনতন্ত্র গৌরব উজ্বলের সাথে এগিয়ে চলেছে ।
বৈঠকে শেষ পর্যায়ে সদস্যবৃন্দ একটি পিকনিক ও খাওয়া দাওয়ার আয়োজন করে এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে ।
© Deshchitro 2024