সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি 

যশোরের কেশবপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেশবপুর উপজেলা কমান্ড কাউন্সিল আয়োজনে কেশবপুর মুক্ত দিবস উদযাপন করা হয়। 

বুধবার (৭ ডিসেম্বর) সকালে কেশবপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে ওই দিবস উদযাপন করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধার সন্তান কাজী মুজাহিদুল ইসলাম পান্নার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা পরিষদের সদস্য কে এম আব্দুল আজিজ। মুক্তিযোদ্ধের সৃতিচারণ করেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান। বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন, মুক্তিযোদ্ধার সন্তান মিলন মিত্র, এস এম রবিউল হক রয়েল, কাজী আজহারুল ইসলাম মানিক, রবিউল ইসলাম রবি, এরশাদ আলী, শফিউর রহমা, বাইজিদ হোসেন প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024