|
Date: 2025-02-21 09:29:09 |
বগুড়ার নন্দীগ্রামে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব এ্যাড: মো. জাহেদুর রহিম খান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এদিন সকাল থেকে কোমলমতি শিক্ষার্থীদের দৃষ্টিনন্দন নৃত্য, কবিতা আবৃত্তি এবং যেমন খুশি তেমন সাজো সহ দিন ব্যাপী শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
সন্ধ্যায় ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বগুড়া -০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়োমিত খেলাধুলায় মনোযোগী হতে হবে, একমাত্র খেলাধুলাই পাড়ে মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রীদরে জ্ঞ্যান অর্জনের মাধ্যমে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়বো এটাই হোক আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব তহিদুর রহমান (শামীম) খান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মো. আতিকুর রহমান খান চৌধুরী (হুমায়ুন), অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মাহবুবুর রহমান আকন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজেন্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আল-হেলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলী, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, জাহাঙ্গীর আলম সবুজ, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তারেক রহমান, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূর নবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন ও ছাত্রদল নেতা শাকিল প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, বাংলা বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল লতিফ ও ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম।
© Deshchitro 2024