|
Date: 2025-02-21 12:06:34 |
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এর মাধ্যমে ভোলা জেলা পুলিশ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভোলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার, ভোলা পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাত ১২ টা ১ মিনিটে প্রথমে জেলা প্রশাসক ভোলা এবং এর পরপরই ভোলা জেলা পুলিশ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি.....' বাজানো হয়।
পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং সেখানে নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এ্যান্ড অপস্), ভোলা (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, আর আই পুলিশ লাইন্স ভোলাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
© Deshchitro 2024