বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,একুশ আমাদের গর্ব,একুশ আমাদের অহংকার। বায়ান্নর এই দিনে বাংলা মায়ের দামাল সন্তানরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবনোৎসর্গ করে সারা পৃথিবীতে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছিলেন। একুশের মূল চেতনাই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা। শুক্রবার ভোরে সিরাজগঞ্জে  মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা বিএনপির প্রভাতফেরীত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন,একুশের চেতনায় অনুপ্রাণিত হয়েই শত অত্যাচার-নির্যাতনের মুখেও পিছু না হটে ছাত্র জনতা যে তীব্র গণআন্দোল গড়ে তোলে সেই গণআন্দোলন গণঅভ্যুত্থানে বিশ্বের এক নিষ্টুর ও নিকৃষ্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসক শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটে। 

শহরের বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপানের সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে জেলা বিএনপির প্রভাতফেরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এ সময় জাসাসের শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজগঞ্জে ইবি রোডস্থ বায়ান্নর ভাষাআন্দোলনে প্রথম শহিদ মিনারে যেয়ে প্রভাতফেরী শেষ হয়। পরে ইকবাল হাসান মাহমুদ টুকু  শহিদ মিনারে বেদীতে বায়ান্নর ভাষা আন্দোলনে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন কের পুষ্পস্তবক অর্পণ করেন।  এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,মোঃ মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,নুর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান,মুন্সি জাহিদ আলম, লিয়াকত আলী খান,ইমরুল কায়েস প্রেম,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এরপর জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে জেলা বিএনপির অফিসের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

সকাল নয়টায় পৌর ভাসানী মিলনায়তনে  জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। স্বরচিত কবিতা আবৃত্তি করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল।  আলোচনা সভা শেষে বায়ান্নর ভাষা শহিদদের বিদেহীআত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব হাফেজ মাওলানা নুরনবী হুসাইন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024