২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে পুরান ঢাকার ইতিহ্যবাহী বিদ্যাপীঠ শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের  শিক্ষক শিক্ষার্থিরা  শহিদদের প্রতি শ্রদ্ধান্জলি জানান। 

আজ সকল ৭ টায় কলেজ থেকে একটি র‍্যালী  বের হয়ে বক্সিবাজর পলাশির মোর হয়ে জাতয় শহিদ মিনারে পুশ্প প্রদর্শন করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় কলেজের অধ্যক্ষ জনাব নুরুল হকের নেতৃত্বে কলেজের সকল শিক্ষক ও কলেজের শিক্ষার্থীরা  পুষ্পান্জলিতে অংশগ্রহণ করেন। 

শিক্ষার্থিরা বলেন ফেব্রুয়ারী জেগে উঠুক প্রতিটি বাঙলির প্রাণে। শহিদের আর্তদানে আমরা পেয়েছি সুমধুৃয় বাংলা ভাষা।  শহিদদের আমরা চিরকাল শ্মরন করবো আমাদের হৃদয়ে গেঁথে রবে ভাষা শহিদের...।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024