
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে লাঙ্গলবাঁধ ব্যাডমিন্টন উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শৈলকুপা লাঙ্গলবাঁধ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজিত এই টুর্নামেন্টে ইয়ং ব্যাচে ১০ টি যৌথ টিম ও সিনিয়র ব্যাচে ৮টি টিম অংশগ্রহণ করে।
প্রধান অতিথি জনাব মোঃ বাবুল হোসেন মোল্লা সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শৈলকুপা উপজেলা বিএনপি, বিশেষ অতিথি ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মহিউদ্দিন জোয়ার্দ্দার,
সার্বিক তত্ত্বাবধানে মোঃ নায়েব আলী মন্ডল সাংগঠনিক সম্পাদক ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপি।
ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।
আয়োজকরা বলেন, এইভাবে সকলের উৎসাহ পেলে আগামীতে আরও ব্যাপক পরিসরে টুর্নামেন্ট আয়োজন করা হবে।