বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর জেলা শাখার আয়োজনে ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) পীরগাছা সীমান্তবর্তী এলাকা মাহিগঞ্জ কলেজ মাঠে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত খেলাধূলা প্রদর্শন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলার ৮টি উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের ছেলেমেয়েরা এ খেলায় অংশগ্রহণ করে। 
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির জেলা সভাপতি এমএ মাবুদ রাজার সভাপতিত্বে ও প্রচার-প্রকাশনা সচিব আব্দুল আউয়ালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি শাহ মাহবুবুর রহমান। উদ্বোধক ছিলেন সহসভাপতি ছাদেকুল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় গোলাম মেহেদী, খেলাধূলা পরিচালনা করেন আরসিসিআই পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষক আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির যুগ্ম মহাসচিব আব্দুল আখের রাশেদী ও আব্দুস সালাম, সাংগঠনিক সচিব হুমায়ুন কবির রিপন ও আজহারুল ইসলাম, অর্থ সচিব মিজানুর রহমান, শিক্ষা সচিব খায়রুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব সৈয়দ মোদাচ্ছের হুসাইন সোহেল, পীরগাছা উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটির সচিব শিশির কুমার রায় সহ অনেকে।
এর আগে কুরআন থেকে তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও উপজেলা পর্যায়ের পতাকা উত্তোলণ, মশাল, ক্রীড়া শপথ এবং মার্চ পাসের মাধ্যমে ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024