রাজবাড়ীতে অভিমান করে, বিষ পানে এক কিশোরীর মৃত্যু । রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ভাই বোনের সাথে ঝগড়া করে এক পর্যায়ে অভিমানে ঘরে রাখা ইদুর মারা বিষ পানে মিথিলা আক্তার (১৭) নামে একজন কিশোরী আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। মৃত কিশোরী মিথিলা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের জলিল ফকিরের মেয়ে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মিথিলার বাবা ছেলে-মেয়েদের বাড়িতে রেখে কৃষি কাজের জন‍্য কাজে গেলে ,আনুমানিক (২১ ফেব্রুয়ারি) শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বাড়িতে মিথিলা তার ছোট ভাই বোনদের সাথে ঝগড়া করে। ঝগড়ার এক ফাঁকে অভিমান করে ঘরে থাকা ইদুরের বিষ পান করে যন্ত্রণায় ছটফট করতে থাকলে বাড়ির লোকজন ও আশেপাশের সবাই এগিয়ে এসে তাকে ধরাধরি করে দ্রুত চিকিৎসার জন‍্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন‍্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসার এক পর্যায়ে মিথিলার অবস্থা আরো খারাপ হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত সাড়ে ১০ টায় মৃত্যুবরণ করেন। এ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ফরিদপুর থানা পুলিশ মৃতদেহর সুরতহাল প্রস্তুতপূর্বক আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024