|
Date: 2025-02-22 19:07:26 |
মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের সুফিয়া বাজার জিয়া স্মৃতি সংসদ লংবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। খেলায় রহমতাবাদ একতা যুব সংঘ ১-০ গোলে গণিটোলা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় সেরা গোল কিপার নির্বাচিত হন রহমতাবাদ একতা যুব সংঘের ফোরকান, সেরা খেলোয়াড নির্বাচিত হন গণিটোলা স্পোর্টিং ক্লাবের শোয়াইব, ম্যান অব দ্য ফাইনাল রহমতাবাদ একতা যুব সংঘের আরিফ ও সেরা দর্শক সুমন। শুক্রবার বিকালে সুফিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান টুর্ণামেন্ট আয়োজক কমিটির অন্যতম ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলামের সঞ্চালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা তারেক মেম্বার, এমএ মনসুর বাবলু, আনোয়ার হোসেন, কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা রফিউর জামানসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
টুর্ণামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন সাদেক, রনি, তপু, সিহাব, আজিজ, সোহান, নাহিদ, সাকিব, রাকিব, শুভ, নোমান, আসিফ, রাহুল ও ফাহাদ।
সুফিয়া বাজার জিয়া স্মৃতি সংসদ লংবার ফুটবল টুর্ণামেন্টের আয়োজক কমিটির অন্যতম তারেকুল ইসলাম বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল-এই শ্লোগানে গত ১০ জানুয়ারি শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে লংবার ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। খেলায় উপজেলার ৮ টি দল অংশগ্রহণ করে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে এবং স্মার্ট ফোন আসক্তি থেকে দূরে রাখতে খেলাধূলার কোন বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় এই খেলার আয়োজন করা হয়েছে।
© Deshchitro 2024