|
Date: 2022-12-07 12:37:47 |
"কাঙ্খিত ইতিবাচক পরিবর্তন, শিক্ষার মানোন্নয়ন "এই নীতির ভিত্তিতে অভিভাবক সমাবেশের মাধ্যমে কুড়িগ্রাম সরকারি কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ০৭ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০২১- ২২ শিক্ষাবর্ষ ভর্তি কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক চিন্ময় রায়।
এসময় প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসিরউদ্দিনের দিকনির্দেশনামুলক বক্তব্যের পর একাদশ শ্রেনীর তিনটি বিভাগের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
© Deshchitro 2024