কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত আহসান ফাউন্ডেশন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫-এর মেগা গ্র্যান্ড ফাইনাল সোমবার, মানিকপুর ক্রীড়া চক্রের আয়োজনে অনুষ্ঠিত হয়। এক উত্তেজনাপূর্ণ ও শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হয় কোম্পানীগঞ্জ স্পোর্টিং ক্লাব। 

ফাইনাল ম্যাচটি ছিল রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ। প্রথমে ব্যাটিং করে কোম্পানীগঞ্জ স্পোর্টিং ক্লাব ২০৫ রান সংগ্রহ করে, যা পশ্চিম মোহাম্মদ স্পোর্টিং ক্লাব লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয় এবং কোম্পানীগঞ্জ স্পোর্টিং ক্লাব জয় নিশ্চিত করে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন রাজিব হোসেন মিশু, যিনি দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেন।

ফাইনাল শেষে বিজয়ী এবং রানার্সআপ দলকে ট্রফি, প্রাইজমানি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব বেলায়েত হোসেন স্বপন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ বদরুল হাসান (শামীম), চেয়ারম্যান, বিবিএস ক্যাবলস লিমিটেড; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুল হাসান (সাকের), ভাইস চেয়ারম্যান আহসান ফাউন্ডেশন; জনাব মাহমুদুর রহমান রিপন, সদস্য সচিব, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি; জনাব আবদুল মতিন লিঠন, সভাপতি বসুরহাট পৌরসভা বিএনপি ; জনাব গোলাম মোমিত ফয়সাল, ম্যানেজিং ডিরেক্টর, ব্যান ভায়োমেড লিমিটেড। 

প্রধান অতিথি বেলায়েত হোসেন স্বপন তাঁর বক্তব্যে বলেন, “এ ধরনের টুর্নামেন্ট তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখবে এবং খেলাধুলায় উৎসাহিত করবে। আমি আশা করি, আগামীতে এমন আয়োজন আরও হবে।”

আয়োজক কমিটির সদস্যরা জানান, স্থানীয় যুবকদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024