|
Date: 2025-02-23 09:18:46 |
আমার সকল ভালোবাসা তোমার হোক,
নির্জন বিকেলের রঙিন আলোর মতো,
যেখানে নরম বাতাসে ভেসে আসে
আমাদের না-বলা গল্পের কথা।
আমার সকল স্বপ্ন তোমার হোক,
চাঁদের আলোয় আঁকা মধুর এক পথ,
যেখানে তুমি আর আমি পাশাপাশি,
গেঁথেছি ভালোবাসার অমলিন রথ।
আমার সকল গান তোমার হোক,
বর্ষার সজল মেঘের মতন,
যে সুরে বাজে হৃদয়ের ভাষা,
মিশে যায় তোমার ছোঁয়ার স্পন্দন।
আমার সকল সকাল তোমার হোক,
রৌদ্র-ছায়ায় আঁকা সোনালি দিগন্ত,
যেখানে প্রতিটি নতুন সূর্যোদয়
বলে—“ভালোবাসি, অবিরত।”
লেখক : মাঈনউদ্দিন আল-মাহী
© Deshchitro 2024