|
Date: 2025-02-23 12:03:46 |
◾ শামীম আহমেদ || দেশের বর্তমান জনসাধারণের নিরাপত্তা ঝুকিপূর্ণ। সারাদেশে সাম্প্রতিক সময়ে মাত্র ৪৭ ঘন্টায় ১৫ টির অধিক ধর্ষণের ঘটনা ঘটছে। সোশ্যাল মিডিয়া এবং দৈনিক পত্রিকায় চোখে রাখলেই ভয়াবহ সব ঘটনা সামনে আসছে। চলন্ত বাসে স্বামীর সামনে ধর্ষণ এবং ডাকাতি, চতুর্থ শ্রেণির ছাত্রী ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের শিকার, মুন্সিগঞ্জের সিরাজদিখাঁনে স্বামী সাথে অটোরিকশায় ফেরার পথে অটো থেকে নামিয়ে নিয়ে ধর্ষণসহ দেশের বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটছে।
দেশের সাধারণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। হঠাৎ করে ধর্ষনের মত গুরুতর অপরাধ বেড়ে যাওয়ার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা এই বাহিনীর দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। একদিকে যখন দেশের মানুষ এই ধর্ষনের প্রতি ক্ষোভ ও উদ্বিগ্ন তখন আদালতে অনেক ধর্ষকে জামিন দিয়ে দিচ্ছে। অনেক ধর্ষক এখনও ধরাছোঁয়ার বাইরে। এতে করে জনসাধারণের মনে আতঙ্ক এবং সরকারের প্রতি বিদ্বেষ বাড়ছেই। অতিসম্প্রতি দেশে ডাকাতি, দিনে-দুপুরে ছিনতাই জনজীবনকে অতিষ্ঠ করে তুলছিলো। এর রেস না কমতেই আবার ধর্ষণের মত ঘটনা অতিমাত্রায় বেড়ে যাওয়া কোন ভাবেই দেশের জন্য ভালো নয়।
অতএব দেশের মানুষের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকারকে কঠিন ভাবে কাজ করতে হবে। খুব তারাতাড়ি ধর্ষণের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরী। দেশের মানুষ চাহিদা অনুসারে ধর্ষনের কঠিন বিচারের ব্যবস্থা করতে হবে।
শামীম আহমেদ
তরুণ লেখক ও শিক্ষার্থী
© Deshchitro 2024