|
Date: 2022-12-07 14:02:14 |
শ্যামনগরে সাবেক ইউপি সদস্য আওয়ামীনেতা সরোজিৎ মন্ডলের মৃত্যু
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সদর ইউপির সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামীলীগনেতা সরোজিৎ মন্ডল বুধবার সকালে স্ট্রোক জনিত কারণে মারা গেছেন।
তিনি উপজেলার চিংড়াখালী গ্রামের মৃত জোতিষ চন্দ্র মন্ডলের পুত্র।
তার পরিবার সুত্রে প্রকাশ, সকাল অনুমান সাড়ে ৬টার দিকে তিনি নিজ বাস ভবনে মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। শ্যামনগর সদর ইউপির ১ নং ওয়ার্ডে ৩ বার ইউপি সদস্য হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে এক পুত্র,এক কন্যা ,স্ত্রী সহ অন্যান্য আত্নীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যু সংবাদ পেয়ে সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান ও পিপি এ্যাড.জহুরুল হায়দার বাবু, জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা সহ অন্যান্য নেতৃবৃন্দ বাড়ীতে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি শোক জ্ঞাপন ও সমবেদনা জানান।
ছবি- শ্যামনগরে সাবেক ইউপি সদস্য সরোজিৎ মন্ডলের মৃত্যুতে এমপি জগলুল হায়দার সহ অন্যান্য নেতৃবৃন্দ সমবেদনা জানাতে তার বাড়ীতে।
© Deshchitro 2024