|
Date: 2025-02-23 16:05:21 |
বহুল আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান সিংবাহুড়া গার্লস একাডেমি'র আয়োজনে এডহক নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামে অবস্থিত বিদ্যালয়ের হলরুমে ২৩ ফেব্রুয়ারী (রবিবার) সকাল ১১ টায় স্কুলের সহকারী শিক্ষক সাহাদাত হোসেন'র সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন যুবদলের আহবায়ক, সমাজসেবক ও নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি জুলফিকার আলি পলাশ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সিংবাহুড়া গার্লস একাডেমি গভর্নিং বডির বিদ্যৎসাহী সদস্য, সাবেক নোয়াখলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সমাজসেবক ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস পারভেজ, সাবেক উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জহীরুল ইসলাম জহীর, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজীদ, সদ্য বিদায়ী প্রধান শিক্ষক উত্তম কুমার আচার্য, অভিভাবক প্রতিনিধি পেয়ার মাহমুদ হেলাল, শিক্ষক প্রতিনিধি অপু মজুমদার, মোতাহার হোসেন মানিক, সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন ও সহকারী শিক্ষক সাহাদাত হোসেন প্রমূখ।
এছাড়া ও আরও উপস্থিত ছিলেন, সাবেক গভর্নিং বডির সদস্য দেলোয়ার হোসেন দুলাল, সাবেক ছাত্র নেতা জাহিদ আসলাম, নিছার উদ্দিন পুটন, জাকির হোসেন পলাশ, মোঃ হানিফ, আবদুর রহিম, জিয়াউল হক, মোঃ রাসেল, মোঃ রতন, মোঃ খোকন ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এটি আমাদের প্রানের শিক্ষা প্রতিষ্ঠান। আমার আগামীতে শতভাগ পাস সহ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন। বিদ্যালয়ের ছাত্রীরা যেন নির্বিঘ্নে, নিরাপত্তাসহ নিরাপদ যাতায়াতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা নবনির্বাচিত কমিটিদের ফুল দিয়ে বরন ও উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়।
© Deshchitro 2024