|
Date: 2022-12-07 14:29:21 |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৭-১৮ সেশনের শাহিন বাদশাহ ও সাধারণ সম্পাদক ২০১৯-২০ সেশনের নছরত উল্লাহ হক ঐশ্বর্য। বুধবার (০৭ ডিসেম্বর) শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইন ১৬ সদস্যের এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহাদ হোসেন, ফয়জুর রহমান হৃদয়, অহীন ঘোষ, অয়ন আল আশারাফী, আহাদ খান, অভিজিৎ বাড়ৈ, এনামুল হক ফাহিম, তরিকুল ইসলাম তান্নু ও যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইমরান তালুকদার পলিন, মাহাজাব উদ্দীন জীবন, ইফতেখার মুনিম, অন্তর শর্মা, মো আলি শুভ ও জুনায়েদ আহমেদ।
নবনির্বাচিত কমিটির সভাপতি শাহিন বাদশাহ বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। মুজিব আদর্শ ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা পালনে আজীবন পালন করে যাব।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নছরত উল্লাহ হক ঐশ্বর্য বলেন, বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অংশ হিসেবে জবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ছাত্রলীগকে সুসংগঠিত ও সুসজ্জিত করার জন্য সর্বদা কাজ করে যাবো। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ছাত্রলীগ সর্বদা সাধারণ শিক্ষার্থীর পক্ষে কাজ করে যাবে ইনশাআল্লাহ।
© Deshchitro 2024