‘তারুণ্যের উদ্দীপনা, স্কাউটিংয়ের প্রেরণা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েলের ১৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২শে ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে উপজেলা স্কাউটসের আয়োজনে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন- উপজেলা স্কাউটসের কমিশনার মোছাঃ নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী। এসময় উপস্থিত ছিলেন- ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, স্কাউটসের আঞ্চলিক প্রতিনিধি মোঃ কোহিনূর ইসলাম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মেরাজুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আশফাক সারোয়ার সিদ্দিকী সাধন, জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মোঃ শরীফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন প্রমুখ সহ উপজেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। শেষে কেক কাটার মধ্য দিয়ে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন করা হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024