|
Date: 2025-02-23 19:25:39 |
সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগ থেকে দুইজন শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
এ তালিকায় কুবির আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বর্ণালি (৫৫ তম) এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রুবাইয়াত আল মাহিম (৬৯ তম) সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হন। বিষয়টি আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী মোর্শেদ কাজেম নিশ্চিত করেন।
এ বিষয়ে আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী মোর্শেদ কাজেম বলেন, "সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুইজন শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় আমরা গর্বিত। তাদের সফলতা বিভাগের জন্য অত্যন্ত আনন্দের। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকুক—এটাই আমাদের কামনা।"
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবীন আইন বিভাগ থেকে এর আগে আরও তিনজন সহকারী জজ সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বিভাগের এই ধারাবাহিক সফলতা ভবিষ্যতে দক্ষ বিচারক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা যায়।
© Deshchitro 2024