দেবীগঞ্জ-ডোমার-নীলফামারী-ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দিবা ও রাত্রীকালীন শালকী ক্ল্যাসিক। যা নিয়মিতভাবে ডোমার থেকে ঢাকা যাতায়াত করবে। শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) বিকালে পৌর শহরের রেয়াছত আলী মার্কেটে শালকী ক্ল্যাসিক কাউন্টারে ডোমার কোচ কাউন্টার সমিতির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবহনটির উদ্বোধন করেন- ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু। এতে সভাপতিত্ব করেন- শালকী ক্লাসিকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাশেদ মাহমুদ উজ্জ্বল। এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা মটর মালিক গ্রুপের সভাপতি আরেফ রাব্বানী মানিক, সাধারণ সম্পাদক আবুল হাসনাত রাশেদ, উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র সেলিম রেজা, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনকালে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন- ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম। এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শালকী ক্ল্যাসিকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাশেদ মাহমুদ উজ্জ্বল জানান, দেবীগঞ্জ থেকে ঢাকা অব্ধি চলাচল করবে শালকী ক্ল্যাসিকের দুটো বাস। যার ডোমার কাউন্টার রেয়াছত আলী মার্কেটে ও ঢাকা কাউন্টার মাজার রোডে স্থাপন করা হয়েছে। দূরপাল্লার বাস হিসেবে যাত্রীদের ভ্রমণের কথা চিন্তা করে নির্ধারিত টিকিট মূল্য থেকেই যাত্রীদের জন্য পানি ও হালকা নাস্তা সরবরাহ করবে কর্তৃপক্ষ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024