
মহান আল্লাহ তায়ালা ও তার রাসূল (সাঃ)-কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা এবং হাসান গালিবকে গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তি ও র্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩শে ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলা শহরের বাটার মোড় রুবেল চত্বর থেকে উপজেলার সর্বস্তরের মুসলমানের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন- পশ্চিম চিকনমাটি বায়তুল আমান জামে মসজিদের খতিব হযরত মাওলানা আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ হোছাইনী।
এসময় বক্তব্য রাখেন- রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম আরেফী, ইসলামী আলোচক মাওলানা মোঃ আবু সাঈদ, মাওলানা মোঃ আব্দুল খালেক, শ্রমিক নেতা মুহাম্মদ সোহেল রানা, ছাত্রনেতা অর্নব আহমেদ আলিফ, রেদোয়ানুল আমিন রিফাত প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে মহান আল্লাহ তায়ালা ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবকে অনতিবিলম্বে গ্রেপ্তার সহ উপযুক্ত শাস্তির দাবি এবং ধর্ষণের ঘটনায় অভিযুক্ত র্যাব কর্মকর্তা আলেপের ফাঁসির দাবি জানান বক্তারা। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ডোমারের সর্বস্তরের মুসলিম জনতা অংশগ্রহণ করেন।