|
Date: 2025-02-24 13:30:16 |
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ঘাট উচ্চ বিদ্যালয়টি সরকারি নিয়মনীতি উপেক্ষা করে নিজের বানানো নিয়মে পরিচালনা করার অভিযোগ পাওয়া গেছে। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে শিক্ষক- কর্মচারীরা তাদের ইচ্ছামতো বিদ্যালয়ে আসা যাওয়া করেন। রোববার দুপুর সাড়ে ১২ ঘটিকায় সরেজমিনে বিদ্যালয়ে গেলে দেখা যায়, সব কক্ষের মধ্যে কয়েকটি ছাড়া সব কক্ষই তালাবদ্ধ। শুধু মাত্র অফিস কক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বসে আছেন। আর অফিস কক্ষের বারান্দায় দুজন বসে সময় পার করছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় করার নিয়ম থাকলেও তারা তা মানছেন না। জানা যায়, বিদ্যালয়ে মোট ১৫ জন শিক্ষক- কর্মচারী কর্মরত রয়েছেন। এর মধ্যে তিন জন উপজেলায় কম্পিউটার ট্রেনিং এ আছেন। বাকি ১২ জন শিক্ষক- কর্মচারীর মধ্যে ৪ জন শিক্ষক উপস্থিত থাকলেও বাকি ৮ জনেই অনুপস্থিত। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লতা রায় বলেন, আমাদের স্টাফদের মধ্যে ৩ জন ট্রেনিং এ আছেন। দুজন অসুস্থতার কথা বলে আসেনি, আর আমাদের চতুর্থ শ্রেণির এক কর্মচারী ৬ মাসের ছুটিতে। বাকি শিক্ষক কর্মচারীরা আসেননি এমন প্রশ্নের জবাবে তিনি কিছুই বলতে পারেননি। এবং খাতা কলমে ২৫০ শিক্ষার্থী থাকলেও উপস্থিত ছিলেন মাত্র সাত জন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বৃষ্টির কারণে শিক্ষার্থীরা আসতে পারেনি।
কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আশরাফ-উজ-জামান সরকার এর মুঠোফোনে শিক্ষকরা স্কুলে না আসার বিষয়ে কথা হলে তিনি জানান,এখন ওখানে না যেয়ে ওখানকার তথ্য উদঘাটন না করে তো বক্তব্য দিতে পারবো না।
© Deshchitro 2024