অবৈধ অভিবাসন ও এর কুফল সম্পর্কে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বহেরাতলা দক্ষিন ইউনিয়নে এক পথ নাটক ও আলোচনা সভার আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা 'ব্রাক'। উক্ত অনুষ্ঠানে সরকারেরচর প্রাথমিক বিদ্যালয় ও সরকারেরচর এইচ এ ইউ পি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকাল ৯ ঘটিকায় শুরু হওয়া এই অনুষ্ঠানে অবৈধ পথে বিদেশ গমন ও এর ফলে সৃষ্ট সমস্যা নিয়ে নাটক পরিবেশন করেন ইউরোপিয়ান ইউনিয়ন ও ব্রাকের সহযোগী রুপান্তর শিল্প গোষ্ঠি। এতে অংশ নেন সমীরন বিশ্বাস ও তার দল। অপু শীলের সঞ্চালনায় নাটকে মুগ্ধ হন উপস্থিত সবাই। নাটক শেষে তারা অবৈধ পথে প্রবাসী হবার স্বপ্নে বিভোর বিভিন্ন মানুষের অসহায় হবার কথা উঠে আসে। এছাড়াও অবৈধ পথে বিদেশে যেতে গিয়ে নিঃস্ব হয়ে ফেরত আসা বিভিন্ন মানুষের গল্প উপস্থাপন করেন তারা। এ বিষয়ে ব্রাক এর প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল্লাহ মামুন বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করন আমাদের লক্ষ্য। এ বিষয়ে সকল শ্রেনী পেশার মানুষকে সচেতন করাই আমাদের মুল লক্ষ্য। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024