|
Date: 2025-02-24 16:14:09 |
মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধিঃ কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধি ও ইজারাদারের অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবিতে বগুড়ার শাজাহানপুরে মানববন্ধন করেছেন আলুচাষি ও আলু ব্যবসায়ীগণ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা জামাদার পুকুর হাটে এই মানববন্ধন করেন তাঁরা।
এ সময় কৃষকেরা বগুড়া-নাটোর মহাসড়কে আলু ফেলে দিয়ে মহাসড়কে শুয়ে অবরোধ করেন।
খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম ও তদন্ত কর্মকর্তা মাসুদ করিম ঘটনাস্থলে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে বেলা ১টার দিকে সড়ক অবরোধ তুলে নেন কৃষকেরা।
জামাদারপুকুর এলাকায় আলুচাষি আব্দুল হালিমের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা করে বক্তব্য দেন উপজেলা বিএনপির নেতা এনামুল হক স্বপন, সাবেক ইউপি সদস্য তোতা মিয়া, জামায়াত নেতা শাজাহান আলী, আতাইল আলুচাষি রুহুল আমিন, বাদশা মিয়া, কৃষক মিজানুর রহমান, ফজলুল হক, আলমগীর হোসেন, সোলাইমান আলী, আলু ব্যবসায়ী জহুরুল মেম্বার, শফিকুল, আইয়ুব, জিল্লাত আলী, হাবিবুর রহমান প্রমুখ।
স্থানীয় আলুচাষি আব্দুল হালিম বলেন, এ বছর আলু উৎপাদনে খরচ বেড়েছে। মৌসুমের শুরুতে বাড়তি দামে বীজ, সার, কীটনাশক কিনে আবাদ করতে গিয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে। তার ওপর ইজারাদারের অতিরিক্ত খাজনা ও হিমাগারের ভাড়া বৃদ্ধি করায় কৃষকদের জন্য আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
জেলা আলু ব্যবসায়ী এসোসিয়েশনের সহ সম্পাদক শাজাহান আলী বলেন, কোল্ড স্টোরের মালিকেরা নিজের ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত আবেদন করলেও কোনো সমাধান পাইনি।
তোতা মিয়া নামে এক আলু চাষি জানান, গত কয়েক বছর থেকে তাঁরা আলু সংরক্ষণে হিমাগারগুলোতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।অনেক হিমাগার মালিকপক্ষ আমাদের আলু গুলো বিক্রি করে দেই। এবার আবার আলুর বস্তা সংরক্ষণে অযুক্তি ভাড়া বৃদ্ধি করে একচেটিয়া মুনাফা করেছেন।
যদি অবিলম্বে ভাড়া বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হয়, তাহলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া ঘোষণা দেন প্রান্তিক চাষি ও ক্ষুদ্র আলু ব্যবসায়ীরা।
© Deshchitro 2024