জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রমজান মাসে সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ক্লাস চলবে। 


সোমবার (২৪ ফেব্রুয়ারি) রেজিষ্টার (ভারপ্রাপ্ত) ড. মো: শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং অফিস সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলবে। বেলা ১:১৫ মিনিট থেকে ১:৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।


বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে এই সময়সূচি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে প্রশাসন। 


উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তির মাধ্যমে সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ৪০ পর্যন্ত ক্লাস চালু রাখার ঘোষণা দেয় প্রশাসন। তবে সোমবার নতুন সময়সূচি দিয়েছে তারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024