|
Date: 2025-02-24 18:32:58 |
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেনকে উপজেলা মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মোঃ নাজমুল হুদা ও সেক্রেটারী মোঃ শাহজাহানের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ উপলক্ষে সোমবার(২৪ ফেব্রুয়ারী) সকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি মাওলানা মোঃ ইকবাল উদ্দিন মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ জামাল হোসেন যোগদান করেছেন। সদস্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্যাহ এর পদোন্নতি জনিত বদলী হওয়ায় মোঃ জামাল হোসেন তার স্থলাভিষিক্ত হন।
© Deshchitro 2024