
লাখাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্বেও মাটি ভরাট করে সরকারি খাল দখল করলেন সরকারী শিক্ষক।
উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্বেও এবং প্রশাসনের উদ্যোগে মাটি ভরাট করা বন্ধ করে দেওয়া হলেও সে নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ভরাট কাজ অব্যাহত রেখেছেন দাপুটে শিক্ষক নেতা সেলিম বাহার। সরকারি খাল ভরাট করে দখল করা এ শিক্ষক উপজেলার মারুগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিম বাহার।
স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত এ শিক্ষক হবিগঞ্জ - লাখাই আঞ্চলিক মহাসড়ক এর পাশের সরকারি খাল ভরাট করে দখলের করে আসছেন। ইতিমধ্যে খালের আংশিক মাটি ভরাট করে গাছপালা ও খেড়ের স্তুপ দিয়ে দখল পাকাপোক্ত করেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) খালের পাড়ের নিজের জমির সাথে খালটি মাটি ভরাট করার উদ্যোগ গ্রহণ করেন।তিনি খাল থেকে দূরবর্তী একটি ফসলী জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে ড্রেজিং করে খাল সমেত তাঁর নিজস্ব জমি মাটি কেটে ভরাট করে চলেছেন। এ সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন সংসলিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার কে প্রেরন করে মাটি ভরাট করার কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ভরাট করার কাজ চালিয়ে যাচ্ছেন শিক্ষক সেলিম বাহার। এ সংবাদ পেয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারী) সরজমিন পরিদর্শন কালে দেখা যায় শিক্ষক সেলিম বাহার এরই মধ্যে খালের অনেকাংশেই গাছপালা ও খেড়ের স্তুপ দিয়ে দখল পাকাপোক্ত করেছেন এবং বাদবাকি খালও ভরাট প্রক্রিয়া চলমান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)অনুপম দাশ অনুপের সাথে আলাপকালে জানান আমি এ সরকারি খাল ভরাট করা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।