|
Date: 2025-02-24 22:50:32 |
বগুড়ার নন্দীগ্রামে পৃথক দুই ক্লিনিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৪ জানুয়ারি সোমবার দুপুরে অভিযান চালিয়ে এ অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। প্রাপ্ত তথ্য জানাযায়, নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের আদর্শ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত সেবা ক্লিনিকে অনুমোদন ব্যতীত অপারেশন কার্যক্রম পরিচালনা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার ও নিউ মডেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স না থাকা, পর্যাপ্ত ডিউটি নার্স না থাকা, ডক্টর, সার্জন ও এনেসথেসিয়া চিকিৎসকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন।
© Deshchitro 2024