|
Date: 2022-12-07 17:37:30 |
পুলিশে চাকুরী পাইয়ে দেওয়ার কথা বলে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর ঢাকায় ডিবি পুলিশের হাতে প্রতারক রবিউল্লাহ ওরফে মোতালিব শিচতি প্রোপ্তারের খবর শুনে হৃদরোগে (স্টোক) আক্রান্ত হয়ে কলেজছাত্র খাদেমুল ইসলামের মৃত্যু হয়েছে।
খাদেমুল নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের মো. কাসেম ভূইয়ার ছেলে।
এ ব্যাপারে কাসেম ভূইয়া গতকাল নেত্রকোনা পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, নেত্রকোণা সদর উপজেলার আবদুল্লাহপুর গ্রামের দরিদ্র কৃষক মো. কাসেম ভূইয়া কষ্ট করে ছেলে খাদেমুল ইসলামকে লেখাপড়া করাচ্ছিলেন। এ বছর সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। সম্প্রতি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দশশ্রী গ্রামের রবিউল্লাহ ওরফে মোতালিব শিচতি শ্রম মন্ত্রনালয় অথবা পুলিশে চাকুরি পায়ে দেওয়ার কথা বলে ৬ লাখ টাকা চান। তাকে সহায়তা করেন নেত্রকোনা সদর উপজেলার কসবা গ্রামের মো. নূরুল ইসলাম ও তার স্ত্রী নাসিমা আক্তার। রবিউল্লাহর ভগ্নিপতি নূরুল ইসলাম।
ছেলের চাকুরির আশায় কৃষক কাসেম ভূইয়া সহায় সম্পদ বিক্রি করে তিন লাখ টাকা জোগার করে রবিউল্লাহ ওরফে মোতালিব শিচতির বোন ও ভগ্নিপতির কাছে দেন। বাকী টাকা চাকুরি হওয়ার পর দেওয়া হবে বলে কথা হয়। কিছুদিন আগে রবিউল্লাহ প্রতারণা করতে গিয়ে ঢাকায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়।
এ খবর শুনে খাদেমুল ইসলাম স্ট্রোক করে মারা যান। পরে তার পরিবারের লোকজন টাকা ফেরৎ চাইলে রবিউল্লাহর লোকজন নানা টালবাহানা শুরু করে। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ হয়।
গতকাল মঙ্গলবার এ ব্যাপারে নেত্রকোনা পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোহগ তরেন কাসেম ভূইয়া।
নেত্রকোণার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। রবিউল্লাহ ঢাকায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।
© Deshchitro 2024