ছাত্রলীগকে সংঘটিত করে বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টিসহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর গাড়ি বহরে হামলা মামলায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)এক ছাত্র ও চার প্রশাসনিক কর্মকর্তাসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃতরা হলেন হাবিপ্রবির ফিল্ড এক্সটেনশন অফিসার মোঃ রাব্বান শেখ,সেকশন অফিসার মোঃ ইলিয়াস কাঞ্চন,ফিল্ড এক্সটেনশন অফিসার শেখ শাহ আসাদুল্লাহ সালেহীন,,প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম এবং ছাত্র জুবায়ের হোসেন।তারা সকলেই হাবিপ্রবির ছাত্রলীগের নেতাকর্মী।২০২৪ সালের শুরুতে হাবিপ্রবিতে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান বলেন ছাত্রলীগকে সুসংগঠিত করে বিবিশ্ববিদ্যায় ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি এবং বিএনপির মহাসচিবের গাড়ি বহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় হাবিপ্রবির চার প্রশাসনিক কর্মকর্তাসহ একজন ছাত্রকে আটক করা হয়েছে ।তারা সকলেই ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা।
উল্লেখ্য ২০২৩সালের ১৭অক্টোবর দিনাজপুর ট্রাক টার্মিনাল প্রাঙ্গণে বিএনপির মহাসমাবেশে যোগদানের জন্য আসার সময় হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সড়কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা চালায় ছাত্রলীগের নেতা কর্মীরা ।