রাজবাড়ীতে হাইস্কুল ও কলেজের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় রাজবাড়ীতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোসবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ঢাকা অঞ্চলের পরিচালক ফকীর মোহাম্মদ নুরুজ্জামান। সভায় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধূসুদন মন্ডল, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি চৌধুরী আহসানুল করিম হিটু এবং রাজবাড়ী জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি গাজী আহসান হাবীব বক্তব্য রাখেন। এ সময় রাজবাড়ী জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ঢাকা অঞ্চলের পরিচালক ফকীর মোহাম্মদ নুরুজ্জামান বলেন, আমি রাজবাড়ী জেলার সন্তান। এ জেলার শিক্ষা খাতকে উন্নয়নের জন্য আমি কাজ করবো। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করণের জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবো। আপনারা যারা প্রধান শিক্ষক আছেন তারা তাদের স্ব স্ব প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করবেন। আপনাদের যে কোন সমস্যা হলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো ওই সমস্যা গুলোগুলো দ্রুত সমাধান করার।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024