একই ইউনিয়নে ৭ টি অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরঃ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের ৭ টি অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তর। পরিবেশের ছাড়পত্র ছাড়া ইট তৈরি করায় বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম আসিফুর রহমান।

যে সমস্ত ইট ভাটায় অভিযান চালানো হয়, মেসার্স এস আরবি ব্রিকস, মেসার্স  রাকিব ব্রিকস,  মেসার্স সিফাত  ব্রিকস, , সৈনিক ব্রিকস, মেসার্স নিয়াত ব্রিকস ও সাগর ব্রিকসে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খুলনা ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর যৌথভাবে যদুবয়রা ইউনিয়নের ৭ টি অবৈধ ইটভাটায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় সাতটি ভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেন। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় ও ৩০ লক্ষ কাঁচা ইট ধ্বংস করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের  উপ পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক হাবিবুল বাসার,পরিদর্শক কমলেস সরকার সহ কর্মকর্তা-কর্মচারীগণ সহ  র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

 কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আতাউর রহমান  বলেন, এই  ইটভাটা গুলোর কোনটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। অবৈধ ইটভাটা বন্ধে  অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024