|
Date: 2025-02-25 19:35:51 |
শরীয়তপুরের নড়িয়ায় আল্লাহ ও তাঁর রাসুল (সাঃ)-কে অবমাননার অভিযোগে অভিযুক্ত রাখাল রাহা ও হাসান গালিবের সর্বোচ্চ শাস্তির দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় নড়িয়া মডেল মসজিদের সামনে সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নড়িয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি শহীদুল হক। সমাবেশে বক্তব্য রাখেন নড়িয়া মডেল মসজিদের ইমাম মাওলানা ইলিয়াছ হুসাইন, দক্ষিণ নড়িয়া সরদার বাড়ী মসজিদের ইমাম মাওলানা ইলিয়াছ আহমেদ, ইসলামী যুব আন্দোলন নড়িয়া থানা সাধারণ সম্পাদক হাফেজ সাইফুল ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “ধর্মীয় অবমাননা কখনোই মেনে নেওয়া যাবে না। যারা আল্লাহ ও রাসুল (সাঃ)-কে কটূক্তি করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
সমাবেশে অংশগ্রহণকারী হাজারো ধর্মপ্রাণ মুসলমান ইসলাম ধর্মের অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
© Deshchitro 2024