তথ্যই শক্তি: দুর্নীতি থেকে মুক্তি’- এ শ্লাগান কে সামনে রেখে ট্রান্সপারন্সি ইটারন্যাশনাল বাংলাদশ (টিআইবি) এর সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা’র উদ্যোগে ২৫ ফব্রুয়ারি ২০২৫ সাতক্ষীরা সরকারী মহিলা কলেজ তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রচারণা: তথ্য ও পরামর্শ কুইজ প্রতিযাগিতা এবং আলোচনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়।


কর্মসূচির অংশ হিসাবে মাঠ প্রাঙ্গনে সকাল ৯ টায় - তথ্য ও পরামর্শ এর উদ্বাধন করেন সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু। অনুষ্ঠানের অংশ হিসাবে সনাক এর ইয়েস সদস্যগণ ১০৪ জন শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন ২০০৯ বিষয় ধারণা প্রদান সহ তথ্য পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন এবং বিভিন্ন তথ্য সেবা প্রাপ্তি সংক্রান্ত তথ্যপত্র বিতরণ করেন। 


বিগত ২ দিন কিউআর কাড ¯্যান ক্যাম্পইন এর মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য অধিকার-২০০৯ এর উপর ধারনা অর্জন করেন, অর্জিত ধারনার উপর ভিত্তি করে আগ্রহী ৬৪ শিক্ষার্থীদর অংশগ্রহণে কুইজ প্রতিযাগিতা অনুষ্ঠিত হয়। 


প্রতিযোগিতা শেষে সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু এর সভাপতিত্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, সনাক শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক প্রফেসর আব্দুল হামিদ, সনাক সদস্য প্রফেসর ড. দিলারা বেগম, কল্যান ব্যানার্জি ও শিক্ষার্থীরা প্রমূখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পাসপোর্ট অফিসার উপপরিচালক জনাব মোঃ আজমল কবির। আলোচনা শেষে কুইজ প্রতিযাগিতায় ১০ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


অধ্যক্ষ- প্রফেসর বাসু দেব বসু, তাঁর বক্তব্য বলেন ‘জনগণের তথ্যর অধিকার নিশ্চিত হল দুর্নীতি অনেকাংশ কমে যাবে, শিক্ষার্থীদের তাদের স্ব স্ব অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহবান জানান।


সনাক শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক প্রফেসর আব্দুল হামিদ বলেন ’দুর্নীতি রোধে সমাজের সবাইকে বিশেষ করে তরুন সমাজকে এগিয়ে আসতে হবে।


বিশেষ অতিথি উপপরিচালক তার বক্তব্যে বলেন‘ পাসপোর্ট সহ সকল সেবা দানকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট সেবা বিষয়ে তথ্য পাওয়া যায়, মানুষ তথ্য যেনে সচেতনতা হলে দুর্নীতি অনকাংশ কমে যাবে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024