প্রতি বছর ঢাকা কলেজ সাংবাদিক সমিতি ( ঢাকসাস) দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে থাকে। সেই পরিপ্রেক্ষিতে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার (২৬,২৭ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয় । এই কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন নামকরা সাংবাদিকরা।
দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, তুর্কির টিআরটি ওয়াল্ডের বাংলাদেশ সংবাদদাতা মো. কামরুজ্জামান। সেইসাথে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির দুই দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথি এবং প্রশিক্ষক হিসেবে থাকবেন নেত্রনিউজের এডিটর ইন চিফ, তাসনিম খলিল।
মাসুমুর রহমান খলিলী নির্বাহী সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত।