জয়পুরহাটের ক্ষেতলালে জালনোট প্রচলন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি (বুধবার) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সোনালী ব্যাংক পিএলসি'র জেলারেল ম্যানেজার'স অফিসের জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার যুগ্ম পরিচালক ব্রজেন্দ্র নাথ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএসসি’র জয়পুরহাট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার এ এস এম আব্দুল লতিফ, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার উপপরিচালক হাসিবুর হাসান। কর্মশালায় জালনোট প্রচলন বন্ধ ও সচেতনতা বৃদ্ধি করতে ভিডিও'র মাধ্যমে প্রামাণ্যচিত্র দেখানো হয়। এরপর বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার যুগ্ম পরিচালক ব্রজেন্দ্র নাথ রায় সকলকে উদ্দেশ্য করে জালনোট চেনার উপায় সম্পর্কে অবহিত করেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024