|
Date: 2025-02-26 14:57:38 |
জয়পুরহাটে কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ ও মাদকসহ বিভিন্ন প্রকার অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরীর লক্ষ্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলার দাদরা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি নূর-ই আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট শাহ আখতারুজ্জামান বাবু, আইডিইবির সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন, ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সবুজ ও দাদরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেকুল ইসলাম।
অনুষ্ঠানে কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ ও মাদকের ভয়াবহ দিক তুলে ধরে এসব সমস্যা থেকে মুক্তির বিষয়ে আলোচনা করা হয়।
© Deshchitro 2024