|
Date: 2025-02-26 18:31:29 |
রাজশাহীর বাঘায় উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী ২০২৫) বিকাল ৩ টায় বাঘা ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় হলরুমে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলাম বাঘা উপজেলা এর অয়োজন করেন।
আয়োজিত কর্মী সম্মেলনে বাঘা পৌর জামায়াতের আমীর ইমাজ উদ্দীন এর সভাপতিত্ব ও সোহরাব হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জমায়াতের সহকারী সেক্রেটারী নাজমুল হেক । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী রাজশাহী পূর্বজেলা শূরা সদস্য হাফেজ হাফিজুর রহমান, সাবেক বাঘা উপজেলা চেয়ারম্যান জিন্নাত আলী, বাঘা উপজেলা জামায়াতের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন নহু , বাঘা পৌর জামায়াতের সাবেক আমীর প্রভাষক সাইফুল ইসলাম।
সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম একটি মজলুম দল এ দলকে ধবংস করতে বিগত ফ্যাসিষ্ট আ‘লীগ সরকার এ দলের নেতাকর্মীদের, গুম,খুন,জলুম,নির্যাতন,হামলা মামলা কোন নির্মতা চলাতে বাদ রাখেনি। আজ মজলুম এ সংগঠনটি দেশের মানেুষের আশা অকাঙ্খার প্রতিকে পরিনত হয়েছে। তাঁরা আরও বলেন,মায়া মমতা ও ভালবাসায় ভরা একটি সমাজ ও রাষ্ট্র কায়েম করাই এ দলের মুল লক্ষ ও উদ্দেশ্য। যাতে করে এ দেশের মানুষ সুখে শান্তিতে,নির্ভয়ে জীবন যাপন করতে পারে। এদেশকে সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আল্লাহর আইন ও সৎ-লোকের শাসনের কোন বিকল্পর নেই ।
© Deshchitro 2024