|
Date: 2025-02-26 20:01:22 |
২৬ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৩টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাফেজ বুলবুল আহম্মেদের কন্ঠে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব ও উদ্বোধনী বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে আমীর আবু মুছা তারিকুজ্জামান।
সাতক্ষীরার আশাশুনিতে দীর্ঘ এক যুগ পরে জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলন ২৫ অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সন্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ আব্দুল খালেক, সাবেক জেলা আমীর সাতক্ষীরা-৩ সংসদীয় আসনে জামায়াতের এমপি প্রার্থী মোহাদ্দিস হাফেজ রবিউল বাশার, জেলা সম্পাদক মাওঃ আজিজুর রহমান, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর নুরুল হুদা।
বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা এড. আজিজুল ইসলাম, এড. আব্দুস সোবহান মুকুল, সাবেক উপজেলা আমীর উপাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা কর্ম পরিষদ সদস্য ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক, আশাশুনি উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমামুল হোসেন প্রমূখ, সাবেক উপজেলা আমীর ডাঃ নুরুল আমিন, সাতক্ষীরা শহর আমীর জাহিদুর রহমান মুকুল, কালীগঞ্জ উপজেলা আমীর আব্দুল ওহাব সিদ্দিকী।
এর আগে সকাল সাড়ে ১০ টায় উপজেলার ১১ ইউনিয়নের জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের অংশগ্রহনে মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024