মাদক,সমাজে নৈরাজ্য সৃষ্টি ও জনবিশৃঙ্খলা  বিরোধী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে  দিনাজপুরে পুলিশ অভিযান চালিয়ে এক রাতে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে। 
মঙ্গলবার(২৪ফেব্রুয়ারী) দিবাগত রাতে অভিযান চালিয়ে  তাদের বিভিন্ন উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। । 
গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১৩ জন, মাদকসহ অন্যান্য মামলায় ২৯ জন, পলাতক আসামি ২৫ জন ও পুলিশ আইনের ৩৪ ধারায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে ১ নং বুলাকিপুর ইউনিয়নের যুবলীগ সভাপতি মো. রহমান (৬২), একই ইউনিয়নের উত্তর দেবীপুর গ্রামের জেসারত আলীর ছেলে ১ নং বুলাকিপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি মো. রফিকুল ইসলাম (৬০), কাহারোল উপজেলার জিনিয়া গ্রামের গজেন্দ্র নাথ রায়ের ছেলে ৩ নং মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য রাজকুমার (৪৫), একই উপজেলার ঈশানপুর মটুনী বাজার গ্রামের শ্রী উদয় চন্দ্র রায়ের ছেলে ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের যুবলীগের সদস্য নিরঞ্জন চন্দ্র রায় (৪৫), বোচাগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের মো. হাসান আলীর ছেলে ৬ নং বনগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জোবাইদুর রহমান (৪৭), ফুলবাড়ী উপজেলার বাজনাপাড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে ৩নং কাজীহাল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সফিকুল ইসলাম (৪০), একই উপজেলার দেবীপুর গ্রামের কুমীর উদ্দিন সরদার ৭ নং শিবনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহসভাপতি মো. আমিনুল হক সরদার (৬৫), পার্বতীপুর উপজেলার জয়পুর উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুর রকিব সরদারের ছেলে ৬ নং ইউপির ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু দাউদ রুহুল আমিন পলাশ (৪০), মধ্যপাড়া পলিপার গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ১০ নং হরিরামপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল ইসলাম (৪০), পাঁচ পুকুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে ১০ নং ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগ কর্মী মো. শফিকুল ইসলাম (৪৮), হরিরামপুর ভাটিপাড়া গ্রামের মৃত খলিলুর রহমারে ছেলে ১ নং ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগ কর্মী মো. দুলাল প্রামাণিক (৪০), নতুন বাজার মহল্লার পার্বতীপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মমিনুল ইসলাম (৫০) ও রিয়াজনগর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে পার্বতীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াসাদ সরোয়ার জয় ।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয় গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024