|
Date: 2025-02-26 23:55:58 |
অ্যান্ড্রয়েড মোবাইল শিক্ষার্থীদের জন্য বিষের মতো। বিষ যেভাবে শরীরকে ধ্বংস করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, অ্যান্ড্রয়েড মোবাইল ঠিক তেমনি শিক্ষার্থীদের আস্তে আস্তে শিক্ষা জীবন ধ্বংস করে শিক্ষার্থীদের শিক্ষা জীবন শেষ করে দেয়, বলেছেন বেগমগঞ্জের কুতুবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রিন্সিপাল মীর মোশাররফ মোঃ মোস্তফা। তিনি শিক্ষার্থীতে পড়ালেখার জন্য অভিভাবকদেরকে আরও সতর্ক হওয়ার অনুরোধ করেন।
আজ উক্ত মাদ্রাসার মিলনায়তনে ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও মাদ্রাসার অবসরে যাওয়া তিন শিক্ষক ও এক কর্মচারী বিদায়ী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় শিক্ষক অবসর নেওয়া তাদের বিদায়কালীন সংবর্ধনা দেন মাদ্রাসা কর্তৃপক্ষ। ৬৬জন দাখিল পরীক্ষার্থী বিদায়ী দোয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা নুরন নবী। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার ছাত্রছাত্রী অভিভাবক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে প্রিন্সিপ্যাল শিক্ষার্থীদের কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করেন
© Deshchitro 2024