|
Date: 2025-02-27 09:03:52 |
জামালপুরের ইসলামপুর উপজেলায় 'ধর্ষণ ছিনতাই রুখতে হবে, প্রশাসনকে জাগতে হবে' স্লোগানে ছিনতাইয়ের দেশব্যাপী ধর্ষণ ও ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামপুর অডিটোরিয়ামের সামনে থেকে রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ থানার ফটকে পথসভা করে বিক্ষোভকারীরা।
এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, রক্ত সৈনিক ফাউন্ডেশন জামালপুর জেলার সভাপতি মানসুর আহমেদ আবির, উপদেষ্টা আলাল উদ্দিন, ইসলামপুর উপজেলা শাখার নারী বিষয়ক সম্পাদক জাফরিন নাহার জয়া এবং সদস্য রকিবুল ইসলাম।
বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষণসহ ছিনতাই ঘটনা বেড়েই চলেছে। কোথাও সংগঠিত হচ্ছে ধর্ষণ। আবার কোথাও সংগঠিত হচ্ছে ছিনতাই। নারীর শ্লীলতাহানি সমাজের জন্য লজ্জা। ধর্ষণসহ ছিনতাই রুখতে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। ন্যায় বিচারপ্রতিষ্ঠা করা করতে হবে।'
আইনের কঠোর প্রয়োগ এবং সামাজিক সচেতনতার মাধ্যমে সহিংসতা বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।
© Deshchitro 2024