|
Date: 2025-02-27 18:48:26 |
স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করা তরুণ স্বেচ্ছাসেবী আতিকুর রহমান সিপুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন স্বেচ্ছাসেবী সংগঠন সাতরং সমাজ কল্যান ক্লাব (সাত্রাপাড়া) ও স্থানীয় বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কড়িহাটি বাজারে ২৭ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১১ টায় শত শত মানুষের বিক্ষোভে হত্যাকারীর বিচার চেয়ে সিপু হত্যার প্রতিবাদ জানান।
নিহত সিপু উপজেলার নোয়াখলা ইউনিয়ন, সাত্রাপাড়া গ্রামের আমিন উদ্দিন মিজি বাড়ির মোস্তাফিজুর রহমান এর পুত্র আতিকুর রহমান সিপু (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারী রাত ১২ টায় বন্ধু পরিচয়ে ডেকে নিয়েয়ে প্রচন্ড ভাবে পিটানো হয়েছে। রাত ২ টায় সিপুর বাবাকে খবর দেয়, সিপুর বাবা ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়। কোন উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলার প্রাইম হাসপাতালে প্রেরণ করলে, চিকিৎসাধীন অবস্থায় পরের দিন হাসপাতালে মৃত্যুবরন করেন।
এমন হত্যাকান্ডের মত ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনীর কোন সহযোগিতা না পাওয়ায়, বিক্ষোভে প্রতিবাদী কন্ঠে, সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারির বিচারের দাবি জানান।
স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দ আরাফাত হোসেন সহ মানববন্ধন অংশ গ্রহণ করে হত্যাকারির বিচারের দাবি জানান। সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন সমীর জানান, সিপু একজন ভালো মানুষ। কখনো কারো সাথে তেমন কোন জামােলায় জড়াতেন না। সে একজন ভালো স্বেচ্ছাসেবী। আমরা এলাকাবাসী সিপু হত্যার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।
© Deshchitro 2024