|
Date: 2025-02-27 20:07:53 |
শ্যামনগরে বনশ্রী শিক্ষা নিকেতনের শিক্ষক ধ্রুবজ্যোতি মল্লিকের অবসরজনিত বিদায় সংবর্ধনা
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জ ইউপির বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধ্রুবজ্যোতি মল্লিকের দীর্ঘ শিক্ষকতা জীবনশেষে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের চত্তরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও শিক্ষক মাওলানা আব্দুর রহমান, মুন্সিগঞ্জ ইউপি জামায়াতের আমীর গাজী আবুল হোসেন, মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনির্মল মন্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল ঘরামী, সহকারী শিক্ষক আব্দুস সালাম, মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক ধ্রুবজ্যোতি মল্লিক। বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেষ্ট সহ অন্যান্য উপহার প্রদান করা হয়।
ছবি- শ্যামনগর বনশ্রী শিক্ষা নিকেতনের অবসরপ্রাপ্ত শিক্ষক ধ্রুবজ্যোতি মল্লিককে পুষ্প অর্পণ করছেন প্রধান শিক্ষক আব্দুল করিম।
© Deshchitro 2024