|
Date: 2025-02-27 21:35:03 |
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের জুনিয়র নুরালীপুর স্পোর্টিং ক্লাব আয়োজিত অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। জুনিয়র নুরালীপুর স্পোর্টিং ক্লাবের অন্যতম রিফাতের সঞ্চালনায় বৃহস্পতিবার বিকেলে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের এডহক কমিটির সদস্য আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য ও উদয়ন ক্লাব সহ-সভাপতি এস.এম ফারুক হোসেন মামুন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আব্দুর রহিম হৃদয়, করেরহাট ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ ফারুক। ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে ফেনী বয়েজ ক্লাব বনাম শপথ সংঘ করেরহাট। খেলার ফলাফলে ৩ রানে ফেনী বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করেন।
© Deshchitro 2024