|
Date: 2025-02-28 00:30:05 |
সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের নব গঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় দরগাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ অভিষেক ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের নব গঠিত কমিটির সভাপতি প্রভাষক শেখ আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন। নব গঠিত কমিটির সাধারন সম্পাদক এম এম নুর আলম ও ধারাভাষ্যকর আশরাফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দরগাহপুর কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরপদ মন্ডল, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এস এম আহসান হাবীব, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আশাশুনি পাইকগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোসলেম উদ্দীন, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হায়দার, সমাজ সেবক শেখ মতলুবর রহমান, সিনিয়র সাংবাদিক শেখ জিল্লার উদ্দীন, আহমাদ আলী বাচা, শেখ জিকু আলম, শেখ হিজবুল্লাহ, আলাউদ্দীন রাজা, কৃষ্ণ মোহন ব্যানার্জী, হাফেজ শেখ কামরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সম্পাদক শেখ তরিকুল হাসান এর প্রতিনিধি ও বিএনপির মিডিয়া সেলের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক সোহরাব হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিএম আলাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল গনি সরদার, বিএনপি নেতা জিএম হাফিজুর রহমান, এসএম স্বপন, ই্উপি সদস্য আব্দুল বারী, গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি শেখ খলিফাতুল্লাহ, রামনগর সিরাজুল স্মৃতি সংঘের সভাপতি সিরাজুল ইসলাম প্রমূখ।
দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারী দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্তি করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও ৮ জনকে উপদেষ্টা ও ৯ জনকে সাধারন সদস্য মনোনীত করা হয়।
© Deshchitro 2024