|
Date: 2025-02-28 13:24:50 |
সরকারি তিতুমীর কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ (২৮ফেব্রুয়ারি শুক্রবার) কলেজ ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবাই অধ্যক্ষের যোগদানের মধ্যে দিয়ে স্বাগত জানান এবং তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষার মান ও প্রশাসনিক কার্যক্রম আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দায়িত্ব গ্রহণের পর অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ বলেন, "তিতুমীর কলেজকে একাডেমিক উৎকর্ষ ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের একটি মডেল প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।" তিনি কলেজের শিক্ষার মান উন্নয়ন, গবেষণা কার্যক্রম বাড়ানো এবং শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ শিক্ষা ও গবেষণায় দীর্ঘদিন যুক্ত রয়েছেন এবং এর আগে তিনি নীলফামারী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা তিতুমীর কলেজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
© Deshchitro 2024